Top Ad unit 728 × 90

সর্বশেষ আপডেট

recent

মহাকাশে প্রথমবারের মতো সন্ধান মিলল ডার্ক ম্যাটারের ত্রিমাত্রিক পাতলা চাদর

http://bn.z2i.org/wp-content/uploads/2015/09/নাসার হাবল টেলিস্কোপ ব্যবহার করে জোতির্বিদরা প্রথমবারের মতো ডার্ক ম্যাটারের (তমোবস্তুর) পাতলা 3-D চাদরের (ফিলামেন্ট) সন্ধান পেলেন। ৬০ মিলিয়ন আলোকবর্ষ দূরে এই ডার্ক ম্যাটার চাদরের অবস্থান বিশাল ভরের এক গ্যালাক্সির কাছাকাছি। এই ফিলামেন্টটি মহবিশ্বের বৃহৎ স্কেলে কাঠমোর মহাজাগতিক তরঙ্গের একটা অংশ। বিগ ব্যাঙ এর কাছাকছি সময়ের চিত্র এটা। বৃহৎ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেখা যায় এটা আমরা যে মহবিশ্ব দেখি তার অদেখা বিশাল অংশের একটা নমুনা। মহাবিশ্বের অদেখা বিশাল এই অংশ মহাবিশ্ব সৃষ্টির পরপরই রহস্যময়ভাবে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল।
ডার্ক ম্যাটারের এই ত্রিমাত্রিক ফিলামেন্ট আবিষ্কার জোতির্বিজ্ঞানের এক বিরাট মাইলফলক। এই চিত্র গবেষণা করে রহস্যময় ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি সম্পর্কে যেমন অনেক তথ্য বেরিয়ে আসতে পারে, জানা যেতে বিগ ব্যাং পরবর্তী সময়ের মহবিশ্ব সৃষ্টি ও তার বিবর্তন সম্পর্কিত নানা অমীমাংশিত তথ্যও। হয়ত জানা যাবে বহুল আলোচিত সমান্তরাল মহাবিশ্ব সম্পর্কে চমকপ্রদসব তথ্য। বহুমত্রিক জগতের কাঠামো সম্পর্কিত তথ্য পাওয়ার সম্ভবনাও আছে।
মহাকাশে প্রথমবারের মতো সন্ধান মিলল ডার্ক ম্যাটারের ত্রিমাত্রিক পাতলা চাদর Reviewed by Brandon on 09:06 Rating: 5

No comments:

সর্ব সর্ত সংরক্ষিত Welcome to Bdsourceing.blogspot.com © ২০১৫
ডিজাইন করেছেন রাকিবুল হাসান বিজয়

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.